বৃশ্চিক পদাবলী কী তা জানিনা
শুধু জানি, শুনে যাই, যেতে হবে
কার্ল মার্কসের বইপত্তর পড়িনি
শুধু জানি, নামটা ওজনদার
ব্যকরণের ব্যা
ওপাড়ার অনিকেত সব জানে
তাই সে ওপাড়ার অনিকেত
তারারা হয় দূরবর্তী, নিকটে এলে
একই জ্বরে ভুগবে অনিকেত আর কমল
হাঁচবে, কাশবে
জ্বরের ঘোরে মশার ডানার পঙ্খীরাজে
কালো আকাশ শন শন বাতাসে ছুটবে
দেবে আকাশপাড়ি
জামরুল গাছের নীচে উঠোনে দাঁড়িয়ে
নীল লাল হ্যাজাকের আলোয়
একা একা বিস্মিত হবেন জন স্টাইনবেক
ফিরে ফিরে তাকাবেন অনিকেত আর কমলের দিকে
রচিত হবে আরেকটি সহজাত দৈন্যের কাব্য
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




