* পিলখানা ঘটনার এক বছর । সুরাহা তো দূরের কথা, এখন তা আলোচনারই বাইরে ।
* দেশের সম্পদ (কেননা এশিয়ার বৃহত্তম শপিং মল) যমুনা ফিউচার পার্ক - এর অবৈধ অংশ ভাংতে হটাত উঠে পড়ে লাগা । বাকি অবৈধ দালান কোঠার তালিকা তবে কোথায় পড়ে আছে অবহেলায় ??
* বিএনপি-আওয়ামীলিগ এর ''নাম'' পরিবর্তন এর খেলায় কবে জানি এ দেশের ই নাম বদলে যায় !
* ডিজিটাল বাংলাদেশ গড়ার এক বছরের মাথায় দারুণ একটি উদ্যোগ ''অনলাইন সিস্টেম'' চালু করছে সরকার । তবে 'ডাটাবেজ' রক্ষণাবেক্ষণ ও পরিদর্শণে নিযুক্ত ব্যক্তি কতটা দুর্নীতিমুক্ত ??
এ-সব প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, জানা হবেও না কোনদিন । কারণ, আমরা যে অসহায় বাংগালী !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




