ট্রাফিক আইন মান্য করা বিষয়ক
বেশীরভাগ গাড়ির (যে কোন ধরনের বাহন) চালক এবং বেশীরভাগ পথচারী ট্রাফিক আইন মানেন না বা জানেন না বলে মনে হয়। খামাখাই কোটি টাকা খরচ কইরা ট্রাফিক সিগনাল বাতি বসাইসে, সাদা দাগ দিসে রাস্তায়, রোড ডিভাইডার দিসে রাস্তার মাঝে, ফুটপাত বানাইসে হুদাই। ট্রাফিক পুলিশ না থাকলে সিগনাল বাতি দেইখা কেউই গাড়ি চালায় না; ট্রাফিক পুলিশ থাকলেও কেউ মানতে চায় না। ট্রাফিক পুলিশ নিজেও লাল বাতি – সবুজ বাতি নিয়া মাথা ঘামায় না। লাল বাতি থাকলে ছাড়ে – সবুজ বাতি থাকলে আটকায়; এমনটা প্রাইয় দেখা যায়।
সাদা দাগ কেন দেয় জানি না; কেউ তো লেন মাইনা গাড়ি চালায় না। চালাইতে পারবো ও না। পাবলিক ট্রান্সপোর্ট গুলা রাস্তার মাঝখানে দাড়াইয়া মানুষ নামায় আবার অপেক্ষা করে যাত্রীর জন্য। আর ফুটপাত দিয়া মটর সাইকেল আর সাইকেল চলে, দোকানপাট বসে, দোকানের মাল বা সাইবোর্ড রাখা থাকে। তাই আমরা যারা হাঁটি তারা একবার ফুটপাত থেইকা রাস্তায় নাইমা পড়ি আবার রাস্তা থেইকা উঠি ফুটপাতে।
আর রাস্তা পার হওয়ার সময় আমরা অনেকেই ডানে বামে দেখিনা; মন চাইলেই হাঁটা দিই। ভাবটা এমন; চাপা তো আর দিবেনা। আবার এটাও সত্য পাবলিক হাঁটার জন্য কোন যানবাহনই সুযোগ দিতে চায়না। তাদের ভাবটা এমন; পরে পার হ। আমি যাইয়া লই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



