আমার এক স্যার বিষয়টি একদিন ক্লাসে বলেছিলেন। যদি প্রশ্ন করা হয় আপনার জন্ম তারিখ কত? আমাদের প্রায় সবার পাল্টা প্রশ্ন হবে - কোনটা বলব? আসলটা নাকি সার্টিফিকেট এরটা?
ক্লাস নাইনে থাকাকালীন রেজিস্ট্রেশন করার সময় আমাদের শিক্ষকরা আমাদের অধিক সময় চাকুরীর চেষ্টার সুযোগ দেবার জন্য প্রায় সবার ক্ষেত্রেই বয়স দুই বছর কমিয়ে দেন। আরেকটা ব্যাপার হল সেশন জটের কারনে আমাদের লেখাপড়া শেষ করে বের হতে দেরী হয়। এই ব্যাপারটি মাথায় রেখেও উক্ত কাজটি করা হয়।
আমার আফসোস হল - আমার জন্ম সাল বদলে দিয়েছে তা মানলাম। কিন্তু জন্ম তারিখ ও মাস বদলেছে কেন বুঝলাম না।
একারনেই স্যার বলেছিলেন আমাদের জীবনটা শুরুই হয় মিথ্যা দিয়ে। এই মিথ্যা আমরা অবলীলায় সারাজীবন বলে বেড়াই। এব্যাপারে আমাদের কোন অপরাধবোধ নেই এবং এই মিথ্যা বলাটা আমরা আমাদের অধিকার মনে করি।
তাহলে মিথ্যা বলাটা মহাপাপ নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



