নিজামী খালাস... শরীর চাঙ্গা... সব ঠিক ঠাক। ছবিটা দেখুন - গতকালের প্রথম আলো থেকে নেয়া।
দেশ কোথায় যাচ্ছে?
না না, নিজামীর মুক্তি আর বাবরের সাথে ম.খ.আলমগীরের চেয়ে চেয়ে তা দেখা থেকে এই প্রশ্নের অবতারনা হয়নি, হয়েছে আইনের যথেচ্ছাচারের প্রসঙ্গে।
চোর আর বাটপারতো উনারা সকলেই... কিন্তু, কেন জামাত সুন্দর মত বাচতে পারে আর অন্যেরা পারে না?
কেন বিশ্ববিদ্যালয়ের ছেলেপুলেরা হট্টোগোল করলে মার খায় আর কেন জামাতী আর ধর্মীয় রাজনীতি করনেওয়ালারা পুলিশের কর্ডন নিয়ে মিছিল করে বা করতে পারে?
প্রশ্নগুলা বেশ সাদা মাটা। উত্তর গুলিও মনে হয় তা ই।
আমরা কি শুধু এই গোড়া এবং উগ্রপন্থিদেরকে বিভিন্ন কারনে ভয়ই পেয়ে যাব, নাকি এইটাও আসলে একটা ট্যাকটিক? মনে করে দেখেন ৭০ এর জন্মনিয়ন্ত্রন পলিসি এবং সেই সংক্রান্ত বিধিমালা। কোন সরাসরি আইন বা পলিসি করা হবে না এম.আর. করানোর জন্য - চেতানো যাবে না ঘুমন্ত রাক্ষসদের - এই যাতের কিছু কথা বলা হয়েছিল... মেনে নিয়েছিলেন প্রগতিবাদীরাও কারন - তারা মনে করেছিলেন না মামার চাইতে বোধহয় কানা মামাই ভাল। কিন্তু, এখনো কি তারা তা ই বলবেন? আগে যেটা পলিসিতে চলে যেতে পারতো, সেটা এখন একটা প্রান্তিক ইস্যু!
সেই প্রথম থেকে আমাদের নেতাবর্গরা ভেবে আসছেন যে ধর্ম নিয়ে নাড়াচাড়া করা যাবেনা। কেন? কারন তাহলে সেটার কন্ট্রোল আর হাতে থাকবে না - মোল্লারা কেড়ে নেবে! এই মনভাব কিছুদিন আগে মতি ভাইও দেখিয়েছেন আরিফের আকা কার্টুনকে কেন্দ্র করে। আসলেই কি সাধারন জনগন আদৌ চিন্তিত জামতের বা মৌলবাদীদের শক্তি নিয়ে? এটা কি কেউ কোনদিন যাচাই করেছেন? মনে হয় না... সবার শুধু ধারনা - ধর্ম নিয়ে কিছুই বলা যাবে না!
ফালতু!!!
আমার মনে হয় - এদের তোয়াক্কা না করাই শ্রেয়। ওদের কোন ভিত্তি নেই শক্তির। হাউমাউ দুইদিনেই শেষ হয়ে যাবে যদি আপর আন্দোলন চলতে থাকে। কিন্তু, কর্নধারেরাইতো জামাত-ঘেষা... সেখানেই সমস্যা। ছবিটা সেই সুত্রেই পেইস্ট করলাম।
আলোচিত ব্লগ
হত্যাকাণ্ড বন্ধে কেন ম্যাজিক জানা জরুরি ?

জাতি হিসাবে আমরা বড়োই অভাগা। ইতিহাসের মঞ্চে রাজা বদল হয়, কিন্তু চিত্রনাট্য বদল হয় না। এক রাজা যায়, আরেক রাজা আসে; কিন্তু পর্দার পেছনের কলকাঠি নাড়া সেই একই হাত।... ...বাকিটুকু পড়ুন
ডোডোরা আমার পোষ্টে এসে আমাকে ভৎসনা করেন।

ব্লগ এখন নিস্তব্ধ, মাঝে মাঝে ১/২টা পোষ্ট আসে, মৃতের মতো পড়ে থাকে, সামনের পাতা থেকে পেছনে পাতায় যায় না। তবে, আমার পোষ্টগুলো সেইদিক থেকে কিছুটা সুখী,... ...বাকিটুকু পড়ুন
৪–৫ আগস্ট : রাষ্ট্রক্ষমতার মুখোশ খুলে দেওয়া রাত ও দিন
৪–৫ আগস্ট : রাষ্ট্রক্ষমতার মুখোশ খুলে দেওয়া রাত ও দিন
৪ আগস্ট রাত — আশ্বাসের আড়ালে ছদ্ম-অভ্যুত্থানের নীরব নকশা
৪ আগস্ট সন্ধ্যায় কোটা-আন্দোলনের বিশৃঙ্খলাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন রাষ্ট্রজুড়ে উত্তেজনা,... ...বাকিটুকু পড়ুন
দেশে এমপি হওয়ার মতো ১ জন মানুষও নেই

দলগুলোতে মানুষই নেই, আছে হনুমান।
আমেরিকায় যদি ট্রাম্প ক্ষমতায় না'আসতো, বাংলাদেশে হ্যাঁ/না ভোট দিয়ে ইউনুসকে দেশের প্রেসিডেন্ট করে, দেশ চালাতো প্রাক্তন মিলিটারী অফিসারেরা ও বর্তমান জামাতী অফিসারা মিলে। দুতাবাস... ...বাকিটুকু পড়ুন
=চলো দেখি সূর্য উদয়=

শীত কুয়াশা ফুটো করে,
সূর্য যখন উঠে নীলে
দেয় ছড়িয়ে সোনা আলো,
দেখলে মনে শান্তি মিলে।
একটি সকাল ফের পেয়ে যাই
নিঃশ্বাস নিয়ে বাঁচি সুখে,
পাই প্রেরণা সূর্যের কাছে
আলোর শক্তি তুলি বুকে।
দেখবে নাকি আমার সাথে
রোজ বিহানে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।