somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি অল্টারনেটিভ অপারেটিং সিস্টেম .... পুরোনো হার্ডওয়্যার বা নেটবুক ইউসারদের জন্যে

০৮ ই জুন, ২০১২ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


part 2 :: Update আমরা অনেকেই কিন্তু বেশ পুরোনো কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করি, অথবা নেটবুক ব্যবহার করি যেগুলো অনেক সময়ই উবুন্টু -মিন্ট বা -উইন্ডোসে স্লো হয়ে যায়।
বেস কিছু ওএস তৈরীই করা হয় এমন ভাবে যেন হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট নামমাত্র হয়।

উইন্ডোসের বিকল্প হিসেবে অনেকেই এখন না না ধরণের ও এস বেছে নিচ্ছেন, এ সবের মধ্যে উবুন্টু আর মিন্ট ই সবার উপরে।
ইদানিং উবুন্টু আর মিন্টের ডেভলপমেন্ট প্রশংসার যোগ্য, ড্রাইভার সাপোর্ট, সিকিউরিটি, কম রিসোর্স ব্যবহার -সব দিক দিয়ে উইন্ডোস কে রীতিমত হুমকীর মুখে ফেলে দিয়েছে এসব।
কিন্তু আমার লেখার বিষয়-বস্তু প্রচলিত এ সব ও-এস নয়।

প্রথমেই আসে উবুন্টুর ডেরিভেটিভ গুলো যেমন - জুবুন্টু আর লুবুন্টুর কথা।

১। লুবুন্টু :)
"lighter, less resource hungry and more energy-efficient"


লুবুন্টু এল এক্স ডি ই ইউসার ইন্টেরফেস ব্যবহার করে ( উবুন্টুর মত জিনোম নয় যা ইদানিং বেশ রিসোর্স হাংগ্রী হয়ে উঠছে), ফলে এটি ১২৮ মেগা বাইট র্যামেও ভালো ভাবেই চলতে পারে, আর অ্যাটম প্রোসেসর দেয়া নেট বুক গুলোতে এর পারফরমেন্স অসাধারন, আর দ্রুত।


আর প্যাকেজ বাছাই এর সময় ও এমন সব সফটওয়্যার নেয়া হয়েছে যেগুলো খুব কম রিসোর্স ইউস করে।
আর উবুন্টুর ডেরিভেটিভ ( একটু পরিবর্তিত সংস্করণ) হওয়ায় বাগফিক্স, আপডেট ও নিয়মিত পাওয়া যায়।


২। জুবুন্টু
XForms Common Environment বা Xfce ইউসার ইন্টেরফেস ব্যবহার করে জুবুন্টু, লুবুন্টুর মত এতটা সাশ্রয়ী না হলেও এটাও কম যায় না ২৫৬ মেবা র‌্যামেও দারুন চলে জুবুন্টু।
যারা লুবুন্টর মত বেশী সাধারন ওএস এ যেতে চান না তাদের জন্যে জুবুন্টু।






৩। জলিক্লাউড ওএস

জলিক্লাউড বা জলি ওএস নেটবুকের জন্যে বিশেষায়িত একটি অপারেটিং সিস্টেম, এটি মূলত ফ্রেঞ্চ কোম্পানি Netvibes এর একটি প্রোজেক্ট।

আপনি যদি ক্লাউড কম্পিউটিং এর মজা পেতে চান তাহলে জলি ও এস ট্রাই করে দেখতে পারেন।আপনার কম্পিউটারে বড় বড় সফটওয়্যার ইন্সটল করার ঝামেলা নেই, অনেকটা গুগল ক্রোমের মত ই, স্টোর থেকে শুধু অ্যাপলিকেশন অ্যাড করবেন, আর ব্যব
হার করবেন, আর গুগল ড্রাইভের মত ক্লাউড স্টোরেজের সুবিধাও আছে, যে কোনও ডকুমেন্ট যে কোনও যায়গা থেকে
এক্সেস করতে পারবেন।


জলি ওস আপনি পেনড্রাইভ বা পোরটেবল ড্রাইভ/ হার্ড ডিস্কে বুটেবল করেও ব্যবহার করতে পারবেন।



মুভি-গান সবকিছুই ক্লাউড ড্রাইভে রেখে চলা যেতো কিন্তু আমাদের দেশের ইন্টেরনেট কানেকশন এতই স্লো যে এটা তে খুব একটা লাভ হবে না।
তবে আপনার হার্ডডিস্কে রাখা মাল্টিমিডিয়া অফলাইনে (নেট ছাড়া ই) চালানোর ও সুব্যবস্হা করা আছে, নো চিন্তা।
ওদের ঠিকানা http://www.jolicloud.com/jolios


৪। পাপ্পি-লিনাক্স


হাল্কা কিন্তু শক্তিশালি এই ওএস টি অনেকেই ব্যবহার করেন, বেশ সমৃদ্ধ এই ওএস এর দুটি ভার্সন, উবুন্টু ভিত্তিক(১৩৪ মে বা ) ,
আর স্ল্যাক ওয়্যার বেসড ( ১১২ মে বা)।
দুটোই বেশ স্টেবল আর সিকিউরিটি বা বাগ ফিক্স ডেভলপাররা নিয়মিতই দেন।


এটি ইন্সটল না করেই চালানো যায় পেন ড্রাইভ বা লাইভ সি ডি থেকে , আর অন্য লিনাক্স গুলোর মত লাইভে আনা চেঞ্জ গুলো মুছে যায় না, চাইলে রেখে দেয়ার ও ব্যবস্হা আছে!!!
এর আরেকটা বিশেষত্ব হল পুরো সিস্টেমটাই বুট-হার্ডওয়্যারটা ছাড়াই চলতে পারে, মানে পুরোটাই র‌্যাম থেকে!!!!
( অর্থাৎ আপনি লগইনের পর বুটেবল ডিভাইসটা খুলে অন্য কাজেও ব্যবহার করতে পারবেন)।


আর বলাই বাহুল্য হার্ডওয়্যারের রিকোয়্যারমেন্ট খুবই কম।
এর বিল্টইন ড্রাইভার সাপোর্টও আমাকে অবাক করেছে।
এগুলো দারুন স্টেবল ও।
সবচাইতে অবিশ্বাস্য ব্যপার হল এই ১৩৮ মে বা তেই দরকারী প্রায় সব সফটওয়্যার দেয়াই আছে, পেইন্টিং, অফিশিয়াল কাঝের জন্য, ক্যালকুলেটর,মিডিয়াপ্লেয়ার সব!!




আরো অবিশ্বাস্য কিছু ওএস আছে লিনাক্সে, পরবর্তীতে সে সব নিয়ে পোস্ট করব।
ধৈর্য্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

পরবর্তী পর্বে সমাপ্য।আমরা অনেকেই কিন্তু বেশ পুরোনো কনফিগারেশনের কম্পিউটার ব্যবহার করি, অথবা নেটবুক ব্যবহার করি যেগুলো অনেক সময়ই উবুন্টু -মিন্ট বা -উইন্ডোসে স্লো হয়ে যায়।
বেস কিছু ওএস তৈরীই করা হয় এমন ভাবে যেন হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট নামমাত্র হয়।

উইন্ডোসের বিকল্প হিসেবে অনেকেই এখন না না ধরণের ও এস বেছে নিচ্ছেন, এ সবের মধ্যে উবুন্টু আর মিন্ট ই সবার উপরে।
ইদানিং উবুন্টু আর মিন্টের ডেভলপমেন্ট প্রশংসার যোগ্য, ড্রাইভার সাপোর্ট, সিকিউরিটি, কম রিসোর্স ব্যবহার -সব দিক দিয়ে উইন্ডোস কে রীতিমত হুমকীর মুখে ফেলে দিয়েছে এসব।
কিন্তু আমার লেখার বিষয়-বস্তু প্রচলিত এ সব ও-এস নয়।

প্রথমেই আসে উবুন্টুর ডেরিভেটিভ গুলো যেমন - জুবুন্টু আর লুবুন্টুর কথা।

১। লুবুন্টু :)
"lighter, less resource hungry and more energy-efficient"


লুবুন্টু এল এক্স ডি ই ইউসার ইন্টেরফেস ব্যবহার করে ( উবুন্টুর মত জিনোম নয় যা ইদানিং বেশ রিসোর্স হাংগ্রী হয়ে উঠছে), ফলে এটি ১২৮ মেগা বাইট র্যামেও ভালো ভাবেই চলতে পারে, আর অ্যাটম প্রোসেসর দেয়া নেট বুক গুলোতে এর পারফরমেন্স অসাধারন, আর দ্রুত।


আর প্যাকেজ বাছাই এর সময় ও এমন সব সফটওয়্যার নেয়া হয়েছে যেগুলো খুব কম রিসোর্স ইউস করে।
আর উবুন্টুর ডেরিভেটিভ ( একটু পরিবর্তিত সংস্করণ) হওয়ায় বাগফিক্স, আপডেট ও নিয়মিত পাওয়া যায়।


২। জুবুন্টু
XForms Common Environment বা Xfce ইউসার ইন্টেরফেস ব্যবহার করে জুবুন্টু, লুবুন্টুর মত এতটা সাশ্রয়ী না হলেও এটাও কম যায় না ২৫৬ মেবা র‌্যামেও দারুন চলে জুবুন্টু।
যারা লুবুন্টর মত বেশী সাধারন ওএস এ যেতে চান না তাদের জন্যে জুবুন্টু।






৩। জলিক্লাউড ওএস

জলিক্লাউড বা জলি ওএস নেটবুকের জন্যে বিশেষায়িত একটি অপারেটিং সিস্টেম, এটি মূলত ফ্রেঞ্চ কোম্পানি Netvibes এর একটি প্রোজেক্ট।

আপনি যদি ক্লাউড কম্পিউটিং এর মজা পেতে চান তাহলে জলি ও এস ট্রাই করে দেখতে পারেন।আপনার কম্পিউটারে বড় বড় সফটওয়্যার ইন্সটল করার ঝামেলা নেই, অনেকটা গুগল ক্রোমের মত ই, স্টোর থেকে শুধু অ্যাপলিকেশন অ্যাড করবেন, আর ব্যব
হার করবেন, আর গুগল ড্রাইভের মত ক্লাউড স্টোরেজের সুবিধাও আছে, যে কোনও ডকুমেন্ট যে কোনও যায়গা থেকে
এক্সেস করতে পারবেন।


জলি ওস আপনি পেনড্রাইভ বা পোরটেবল ড্রাইভ/ হার্ড ডিস্কে বুটেবল করেও ব্যবহার করতে পারবেন।



মুভি-গান সবকিছুই ক্লাউড ড্রাইভে রেখে চলা যেতো কিন্তু আমাদের দেশের ইন্টেরনেট কানেকশন এতই স্লো যে এটা তে খুব একটা লাভ হবে না।
তবে আপনার হার্ডডিস্কে রাখা মাল্টিমিডিয়া অফলাইনে (নেট ছাড়া ই) চালানোর ও সুব্যবস্হা করা আছে, নো চিন্তা।
ওদের ঠিকানা http://www.jolicloud.com/jolios


৪। পাপ্পি-লিনাক্স


হাল্কা কিন্তু শক্তিশালি এই ওএস টি অনেকেই ব্যবহার করেন, বেশ সমৃদ্ধ এই ওএস এর দুটি ভার্সন, উবুন্টু ভিত্তিক(১৩৪ মে বা ) ,
আর স্ল্যাক ওয়্যার বেসড ( ১১২ মে বা)।
দুটোই বেশ স্টেবল আর সিকিউরিটি বা বাগ ফিক্স ডেভলপাররা নিয়মিতই দেন।


এটি ইন্সটল না করেই চালানো যায় পেন ড্রাইভ বা লাইভ সি ডি থেকে , আর অন্য লিনাক্স গুলোর মত লাইভে আনা চেঞ্জ গুলো মুছে যায় না, চাইলে রেখে দেয়ার ও ব্যবস্হা আছে!!!
এর আরেকটা বিশেষত্ব হল পুরো সিস্টেমটাই বুট-হার্ডওয়্যারটা ছাড়াই চলতে পারে, মানে পুরোটাই র‌্যাম থেকে!!!!
( অর্থাৎ আপনি লগইনের পর বুটেবল ডিভাইসটা খুলে অন্য কাজেও ব্যবহার করতে পারবেন)।


আর বলাই বাহুল্য হার্ডওয়্যারের রিকোয়্যারমেন্ট খুবই কম।
এর বিল্টইন ড্রাইভার সাপোর্টও আমাকে অবাক করেছে।
এগুলো দারুন স্টেবল ও।
সবচাইতে অবিশ্বাস্য ব্যপার হল এই ১৩৮ মে বা তেই দরকারী প্রায় সব সফটওয়্যার দেয়াই আছে, পেইন্টিং, অফিশিয়াল কাঝের জন্য, ক্যালকুলেটর,মিডিয়াপ্লেয়ার সব!!




আরো অবিশ্বাস্য কিছু ওএস আছে লিনাক্সে, পরবর্তীতে সে সব নিয়ে পোস্ট করব।
ধৈর্য্য ধরে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

পরবর্তী পর্বে সমাপ্য।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১২ দুপুর ১:০৪
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমাকে লিখলাম প্রিয়

লিখেছেন মায়াস্পর্শ, ০২ রা মে, ২০২৪ বিকাল ৫:০১


ছবি : নেট

আবার ফিরে আসি তোমাতে
আমার প্রকৃতি তুমি,
যার ভাঁজে আমার বসবাস,
প্রতিটি খাঁজে আমার নিশ্বাস,
আমার কবিতা তুমি,
যাকে বারবার পড়ি,
বারবার লিখি,
বারবার সাজাই নতুন ছন্দে,
অমিল গদ্যে, হাজার... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

×