মানুষ
এই পৃথিবীর মতই
মানুষেরও আছে তিনভাগ জল
তবুও মানুষ
এক জৈবিক পাথর মূলত,
যারা বিপন্ন চাঁদের আলোয়
মিলিত হয় সংলাপ ও সংগমে
বস্তুত, মানুষ সূর্য নয়—
আলো ও অন্ধকারের মাঝামাঝি
এক বিষণ্ণ গোধূলি বিশেষ!
...........................
০৬.০৯.২০১৭
শেরপুর।
জীবন
আমার কাছে জীবন থেকে পা হড়কে
যাওয়াটা কোনো জমির আল ধরে
আনমনে হেঁটে যেতে যেতে –
হোঁচট খাওয়া অথবা
লাউয়াছড়া রেললাইনের উপরে দুজন,
দুহাত বাড়িয়ে হেঁটে যাবার
কসরত-কামনা নয়।
জীবন থেকে পা হড়কে গেলে-
অতলে ডুবে যেতে হয়
জীবন থেকে পা হড়কে গেলে-
ফুসফুস ভরে যায় জলে,
মাগো! আকাশ হয় বিলীন...
...................................
যশোর
৩১.০৭.২০১৭
যাত্রা
এভাবেই অনেকগুলো রাত
আমি হেঁটে যেতে পারতাম
অন্ধকারের শেষ সীমানায়
এভাবেই হতে পারতো
দিনাতিপাত,--পত্রপল্লবে
উদ্দেশ্যহীনতার অর্থ
অর্থহীন নাও হতে পারে
না হোক কবিতা, মানুষ লেখে
সংযোগ ও বিচ্ছেদ, কোনোটারই
সঠিক পরিনতি না জেনে
আমিও হেঁটে যেতে পারি
তোমা হতে সুদূর, সন্নিকটে!
*বিশেষ দ্রষ্টব্য- জেনেছি সুদূর আর সন্নিকটের সীমানায়, গোধূলির মত চড়ুই কিছু এসে ঘুম যায়, আমি তাদের ভালোবাসি!
..........................
০৪.১০.২০১৭
যশোর