ইগনোরেমাস: দুবর্্বলতা 3 লিখে থেমে গেলে ? আর কিছু পেলে না নাকি?
বুদ্ধুরাম: সবুর কর। নিন্দে না পড়ে হজম কম হচ্ছে? নিন্দে করা বাঙলীর রোগ পরকে না পেলে নিজের।
ই: লজ্জা করছে? তাহলে থাক। শেষ কবে বিজ্ঞানের বই পড়েছ মনে আছে?
বু: সেই স্কুলে থাকতে। বই গুলো আরো কয়ক বছর নাড়াচাড়া করতে হয়েছিলো।
ই: তাহলে তো বোঝা গেলো বিজ্ঞানের পাণ্ডিত্য। এই ব্লগের বেশি লেখা হয় ধম্ম নিয়ে। সে বিষয় কেমন জ্ঞান তোমার?
বু: বলতে শিখেছি জনম হিন্দু। স্কুলে সংস্কৃত এক বছর পড়ে ছি, অক্ষরগুলোও মনে নেই, পাস না করলেও ক্লাসে ওঠা যেতো মনে হচ্চে। মোদ্দা কথা ধম্ম খোঁজা চলছে। এখন সেলফিশ জিন পড়ছি।
ই: এত দেরীতে! বইটা পঁচিশ বছর আগে পড়া উচিত ছিল।--- তা বেশ । এই ব্লগে রাজনীতি এই মূহুর্তে হট আইটেম। তুমি কিছু বোঝো?
বু: --- রানীতির মূল মন্ত্র ধান্দা আপনা আপনা। টাকা, ক্ষমতা, কেউকেটা হওয়ার ইচ্ছা ইত্যাদি। সবই জিন মোতাবেক/মোতালিক ।
ই: তোমাকে মনে করিয়ে দি, অল্প বিদ্যা ভয়ংকর। একটা বই সম্পূর্ণ না পড়ে ফলাতে এসো না। লোকে তোমাকে গাধা বলবে।
বু: মনে করালে বলে ধন্যবাদ। গাধা উপাধিটা, স্কুল শিক্ষকরা সর্বসম্মত হয়, আমাকে সম্মানিত করেছেন অনেক অনেক বছর আগে। নতুন কিছু হয় না?
ই: তা হবেনা কেনো? গা দিয়েই হয়। যাই হোক তোমার নামে বগ দিবস হলো তোমার কিছু বলা নিয়ম, বলে ফেলো।
বু: সামহোয়ার ব্লগ থাকছি থাকবো। সব বগ পড়ছি না পড়বো না। ব্লগ দিবসের অপেক্ষা করবো।
ই: ব্লগ দিবসের ঘোষণা কয়কদিন আগে হলে ভালো হয়। চারশোর ব্লগারদের পড়ার সময় চাই।
বু: বুধুরাম ব্লগ দিবসে যারা কখ পড়েননি তাদের বুদ্ধির তারিফ করছি। যারা পড়ে ফেলেছেন তাদের দুর্ভাগ্যে আমি ব্যাথিত। যারা মন্তব্য মিম রেখে গেলেন তাদের জিন চিরস্থায়ী হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



