ভালবাসা এবং ভাললাগা _কিংবা প্রেম এসব এর অর্থ কি?
সত্যিকার অর্থ কেউ জানে না হয়তো? তোমাকে আমার ভাল লাগে নাকি ভালবাসি ,
নাকি অন্য কিছু তা আমি জানি না। শুধু জানি তোমার অনুভূতি আমায় সুখ দেয়।
তোমার ভাবনায় আমি সুখের স্নান করি।
আমি তোমার সাথে প্রেম করিনি , করতেও চায় না ।
আমি শুধু তোমাকে ভালবাসি_আর আমার ভালবাসায় তোমাকে চাই।
অনুভূতিতে তুমিতো আছ যেমন ছিলে।
কিন্তু এত দিন সেটা ছিল আমার একান্ত অনুভূতি , কিন্তু কয়েক দিনে আমার স্বপ্ন
গুলো ডানা মেলতে শুরু করছে।
আমি বিভিন্ন রকম চলনায় জড়িয়ে আছি, আমি যা পেলাম তা ছিলনা কল্পনায়।
মোদের দুরত্ব বাড়লেও মনের দুরত্বটা খুব কাছে হয়ে গেল।
(,,,,,,,,,,,,,,)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




