
শেখ হাসিনা পদত্যাগ করেননি : জয়
নিঃসন্দেহে জয় এখনও ঘোরের মধ্যে আছে। তিনি এখনও স্বপ্নের জগত থেকে কথা বলছেন। তিনি আগে মিডিয়ার সামনে খুব একটা মুখ খুলতেন না। কিন্তু ইদানীং মুখ খুলেছেন। অবশ্যই মুখ খোলা উচিত। একটা বড় দল এভাবে হারিয়ে যেতে পারে না। তাদের কথা বলতেই হবে। তবে তা জনগণের পক্ষে। দেশের পক্ষে। জনগণ কী চায় তা অবশ্যই তাদের বুঝতে হবে। অতীতে যা ভুল বা অপরাধ করেছে তার জন্য আওয়াজ তুলতে হবে। অপরাধ করেছে এটা দোষের। কিন্তু স্বীকার না করা আরও বেশি দোষের। আমি মনে করি আওয়ামীলীগের দেশপ্রেমিক সমর্থকদের উচিত দলের পক্ষ থেকে দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করা। আওয়ামীলীগে দেশপ্রেমিক অবশ্যই আছে।
অপরাধ প্রমাণিত হওয়ার পরেও লজ্জিত না হওয়ায় তাদের ভবিষ্যতে প্রচুর ভোগাবে। ভবিষ্যৎ প্রজন্ম আওয়ামীলীগকে সম্মানের চোখে দেখবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মূল্যায়ন করবে না। বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে পারবে না।
জয়ের কথা হিসেবে শেখ হাসিনা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তাঁর উচিত দেশে ফিরে আসা। একজন প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যেতে পারেন না। এটা সাহসী পদক্ষেপ নয়। তাঁর পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যেটা দেখছি, সেটা হলো তিনি ভাবছেন তিনি ন্যায়বিচার পাবেন না। এই ন্যায়বিচার না পাওয়া, আর বিচার বিভাগকে প্রভাবিত করা, বিচার বিভাগকে ধ্বংস করার পেছনে তিনি সরাসরি জড়িত।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



