এটা প্রথম আলো পত্রিকার আজকের অনলাইন জরিপের ফলাফল। যেখানে প্রায় ৩৫০১২২ জন ভোটার ভোট দিয়েছে।
তার মধ্যে ৯৩% ভোটার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চান না।
মাত্র ৫% শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চান।
বাকি ২% কোমায় আছেন। বুঝতে পারছেন না কোন দিকে যাবেন।
চিন্তা করা যায় ব্যাপারটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে?
এর জন্য আওয়ামী লীগ ই দায়ী।
পত্রিকায় আর ফেবুতে দেখতাম স্কুল পর্যায়েও ছাত্রলীগের কমিটি ছিলো। জনগণ বিরক্ত। তাদের সন্তানদের বিপথে যাওয়া থেকে ফেরাতে শেষ পর্যন্ত তারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাচ্ছেন।
অথচ এ দেশের প্রধান প্রধান ঐতিহাসিক আন্দোলন হয়েছে ছাত্রদের দিয়েই। এমনকি ৩৬ জুলাই ২০২৪ এর স্বাধীনতাও আসছে ছাত্রদের কল্যাণে। কিন্তু তবুও জনগণ আশাহত।
আপনারা কী চান!
নিষিদ্ধ হোক নাকি বহাল থাকুক!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:০৪