
বাংলাদেশের হলোটা কী!
কখনো স্বৈরাচার রাজ করে, তাদের হটালে আরেক অত্যাচারী অপেক্ষায় থাকে। যেন দেশটা মগের মুল্লুক। বাপ দাদার সম্পত্তি। খেয়ে যান, চেটে যান।
অন্তর্বর্তীতে যারা আসে তাদের কেউই সাহায্য করে না। বরং তাদেরকে হটানোর জন্য অত্যাচারী আর স্বৈরাচারীর অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। যে দেশে সাধারণ জনগণই চায় না দেশে শান্তি প্রতিষ্ঠা হোক, সে দেশে ড. ইউনুস কেন খোদ ফেরেস্তা দিয়ে শাসন করলেও দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।
মাঝেমধ্যেই একটা প্রশ্ন মনে আসে, মুক্তিযুদ্ধের পর থেকে এ দেশটা শান্তিপূর্ণভাবে কখন ঠিকঠাক চলছিলো?
সরকারের কথা বলি না, এ দেশে একজন সাধারণ মানুষের কাছেই আরেকজন সাধারণ মানুষ নিরাপদ না, এই দেশে কেয়ামত পর্যন্তও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


