১০,০০০ হাজার টাকা, পরীক্ষার খাতা, জমির দলিল, ১০ কোটি টাকার চেক।
এগুলা সবই কাগজ। শুধু এক টুকরা কাগজ। ক্ষেত্র বিশেষে এদের দাম এক এক সময়ে এক এক রকম।
যেমন পরীক্ষার হলে আপনার কাছে সব চেয়ে দামী জিনিস পরীক্ষার খাতা। ঐ নিদিষ্ট সময় এর জন্য আপনার কাছে টাকা, চেক, জমির দলিল সব মূল্যহীন।
আবার মনে করেন ১ কোটির টাকার চেকের কাছর আপনার ১০ হাজার টাকা মূল্যহীন।
আবার মনে করেন আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকে ১০ কোটি টাকা তখন "সম্পত্তির দলিল" এর কাছে ১০,০০০ টাকা, এক কোটি টাকার চেক কিছুই না।
যাই হউক। এগুলা সব কাগজ। আমাদের কাছে এগুলা বেশ দামী। ইদুরের কাছে কিছুই না। ইদুর যদি সব কেটে ফেলে তাহলে এদের দাম শূন্য হয়ে যাবে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



