তারিখ: ২৫-সেপ্টেম্বর-২০২১
বিষয়: পোস্ট অফিসের সোনালী দিন।
সূচনা: এক সময় ছিলো মানুষ পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদানের করে যোগাযোগ রক্ষা করিতেন। এখন মোবাইল, ফেসবুক, হোয়াটস এপ, ম্যাসেজ্ঞার এর আসার কারনে ব্যাক্তিগত চিঠির আদান প্রদান কমে গেছে। কিন্তু সরকারি চিঠি, কোর্ট এর চিঠি, তালাক এর কাগজ এখন ও পোস্ট অফিসের মাধ্যমে আসে। আর সরকারি চাকরির এপারমেন্ট কার্ড ও পোস্ট অফিস মারফত আসে। তাই বিভিন্ন কারনে পোস্ট অফিস এর গুরুত্ব বিদ্যমান।
যা বলতে চাই: পোস্ট অফিস চলে দুই ধরনের স্টাফ দিয়ে। একদল আছে যারা বিভাগীয়; যারা পরিপূর্ন সরকারি। তারা সরকারি সকল সুযোগ সুবিধা পায়। আরেকদর আছে অভিবাগীয়। তারা মূলত মাষ্টার রুলে চাকরি করে।
ডাক বিভাগ চলতেছে ব্রিটিশ আইন অনুযায়ী। যা এখন আপডেড করা দরকার।
পোস্ট অফিস দিয়ে এখন যা করানো যাবে: বর্তমানে আপনি রেজষ্ট্রি এবং জিইপি সার্ভিস এর মাধ্যমে চিঠি দিতে পারবেন। তারপর মনে করেন কাউকে কোন জিনিস পাঠাতে চাইলে পোস্ট অফিস দিয়ে দিতে পারবেন। আর পোস্ট অফিস দিয়ে মানি অর্ডার করা যায়।
তবে এখন ডিজিটাল যুগ। ই কর্মস এর পন্য যদি ডাক বিভাগ দিয়ে পাঠানো যেতো তাহলে খুব ভালো হতো। কারন ডাকঘর প্রত্যেক স্থানে আছে। আর কুড়িয়ার সার্ভিস কম কম আছে।

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




