
মানুষ সামাজি জীব। সমাজ ছাড়া মানুষ বাচতে পারে না। আগে মানুষ গুহার মধ্যে বসবাস করিতেন। গুহাতে যখন তাদের স্থান সংকোলন না হওয়তে তারা সমতলে এসে বাড়ি বানানো শিখলো।
কালের বিবর্তনে উচু উচু অট্টালিকা বানাতে লাগলো।


তবে আমার ব্যাক্তিগত ভাবে উচু উচু দালান ভালো লাগে না। আমার ভালো লাগে একটি নিরিবিলি পরিবেশ। গাছ গাছালি থাকবে। বাগান থাকবে। একটি একটি বাড়ি থাকভে। যেখানে আমরা শান্তি তে থাকবে।
ঢাকাতে যখন কোচিং করতাম তখন ঢাকাতে তেমন ভালো লাগতো না। বৃহস্পতিবার যখন বাড়িতে যেতাম তখন খুব ভালো লাগতো। তখন খুব মজা লাগতো। নিজের বাড়ি তো নিজের বাড়িই।
=> ২০২০ সালের শেষের দিকে আমার আব্বু চুয়াডাঙ্গা থেকে গাইবান্ধা বদলী হয়। চুয়াডাঙ্গা থেকে চলে আসার সময় সেই স্টাফ কোয়ার্টার
এর জন্য মনটা খারাপ লাগতে ছিলো। বিশেষ করে চলে আসার আগের দিন রাত্রে সেই সরকারি কোয়ার্টারের জন্য যেই মায়া লাগতেছিলো যা বলার বাহিরে।
যাই হউক। আপনাদেরও হয়তো বাড়ি সম্পর্কে নানা রকম ফ্যান্টাসি আছে। কল্পনা করুন সেগুলো।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




