
Radhe - Your Most Wanted Bhai
এই সিনেমা তে নায়ক সালমান খান। আর নাইকা ছিলেন ডিসা পাঠানী। এই ডিসা পাঠানী কে সালমান খানের মেয়ের বয়সী মনে হয়। যাই হউক। এই গানের সুর আর নৃত্য আমাকে বেশ আকর্ষিত করিয়াছে। আমাকে করিয়াছে মুগ্ধ।
এই গানের Visual effects ছিলো একম সুপার হিট। এই গানের জামা কাপড়ের স্টাইল ও ছিলো সুপার হিট।
যাই হউক। এমন কারু কাজ আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে সিনেমা তে এমন Visual effects দিতে পারে না। আমরা এমন কারু কাজ নিয়ে কোন শিল্প তৈরি করিতে পারবো না।
তবে আমাদের ফিল্মে আছে গরিব নায়ক, চৌধুরি সাহেব, ধনী গরিবের প্রেম, নাইকার বড়লোক বাপ ওদের সম্পর্ক মানে না, শেষে ডিসুম ডিসুম শব্দ যুক্ত মারামারি। কাহিনীর শেষে পুলিশ আসে। ভিলেন জেলে যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



