

আমি ভাইরাল বাদামের আগেিএকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে ২৮-মার্চ-২০১৯ ইং তারিখে বনানী তে আগুন লাগে। সেই আগুনে নাইম ফায়ার সার্ভিস কে এভাবে সাহায্য করে। তারপর সে হয়ে যায় ভাইরাল। সে এক কোটি টাকা পুরস্কার পায়। তাকে নিয়ে মিডিয়া খুব নাচানাচি করে। তাকে নিয়ে এক নায়ক টক শো করে। সেই টক শো তে সে বলে “খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খায়। আমি আমার উপহারের এক কোটি টাকা এতিমদের দান করবো।” । আজ কেউ এই ভাইরাল ছেলেকে কোন খবর রাখে না। হয়তো সে কোথাও গাজার নেশায় টাল হয়ে আছে।
তারপর আসে কাকলী ফার্নিচার। “দামে কম মানে ভালো কাকলী ফার্ণিচার” এই ডয়লগে একটি বিজ্ঞাপন ভাইরাল হয়। এই বিজ্ঞাপনে দেখা যায় এক জোরা যমজ বোন মডেলিং করতে। এই বিজ্ঞাপন নিয়ে এত মাতামাতি, এক টিকটক ভিডিও করে কি লাভ হয়েছিলো।


এখন আসি বাদামের কাছে। বেডায় এমন কি গান গাইছে যে এই গান বার বার শুনতে হবে?? এই গান নিয়ে এত মাতামাতি কেন জানি না। গতকাল এক পার্কে গেছিলাম। এক বাদাম ওয়ালা এই গান চালু করে বাদাম বিক্রি করা শুরু করেছে? এই গানে কি বাল ডা আছে যে এই গান নিয়ে এত বাড়াবাড়ি করতে গবে??
যাই হউক। সস্তা জিনিস নিয়ে ভাইরাল হবেন না।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



