
Ben 10. আমার প্রিয় কার্টুন ছিলো। এখন অবশ্য কার্টুন দেখা হয় না। এই কার্টুনে বেন একটা গেজেট পায় সেটা দিয়ে সে এলিয়ান হয়ে যায়।

এই বেডায় কার্টুনের ভিতরে এই গেজেট বানায়। গেজেটের নাম অম্রিটেক্স।
এই অম্রিটেক্স পেতে চাইছিলো বিখ্যাত ভিলেন বিল গেট।



এই বৃদ্ধ লোকটি হলেন বেনের দাদা। সে ছিলো মহাকাশ নিরাপত্তা সংস্থার নিরাপত্তা কর্মী।


এই দুই ছবিতে যে নারী চরিত্র কে দেখচেন সেটা হচ্ছে বেনের চাচাত্বো বোন। শহরে থাকে। যে বেন বাদে যে ছেলে চরিত্র দেখেছেন সে আগে ভিলেন ছিলো। পরে বেনের চাচাত্বো বোনরে প্রেমের টানে ভালো মানুষ হয়ে যায়। এই ভালো মানুষটি ওয়ার্ক সর্পে পারোদর্শী।

বিজ্ঞানীর মত যে সাদা এপ্রোন পড়ে আছে সে এক সময় বিজ্ঞানী ছিলো। সে টাইম মেশিন বানাতে চাইছিলো। কোন এক দুর্ঘটনায় তার টাইম মেশিন নষ্ট হয়ে যায়। পরে ঘটনা প্রবাহে এই বিজ্ঞানী টাইম ট্রাবলার হয়ে যায়। এই বেডায় বেন কে প্রয়োজন বোধে বিভিন্ন টাইম লাইনে নিয়ে যায়।



সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



