
আমাদের এলাকাতে একজন ব্যাক্তি আছে। যার নাম কাজী হাসান। তাহার সাথে দেখা আমি যখন অনার্স ১ম বর্ষে পড়ি। তিনি একটি প্রতিষ্ঠান গঠন করেন। যার নাম সোনারং তরুছায়া। তিনি একটি উদ্দ্যেশ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তিনি মূলত শিশুদের গাছ বিতরন করে থাকে। মানে শিশুদের মনে গাছ লাগানোর ইচ্ছা জাগিয়ে তুলে।
শিশুরা তার কাছে যে গাছ ডিমান্ট করে সেই গাছ বিতরন করে।
আর কারো মনে গাছ লাগানো ইচ্ছা জন্মাক বা না জন্মাক। আমার মনে গাছ লাগানোর ইচ্ছা হয়েছে। তই আমি আমাদের সরকারি কোয়ার্টারে আম গাছ, লেবু গাছ, পেপে গাছ লাগাইছি।
সামনে আরো গাছ লাগাবো।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



