
আর এই মেয়েটি আজ খুব ভাইরাল। এই মেয়েস সাহস আছে। এমন সাহস প্রত্যেক মেয়ের থাকা উচিত। এই সাহস কে আমি Feminist হিসেবে মনে করি। এই মেয়ে টি বিকিনি পড়ে রাস্তায় ঘুরবে নাকি নাকি বোরকা পড়ে ঘুরবে এটা ঐ মেয়েটির ব্যাপার। এতে ঐ হিন্দুদের কি??
আমি আরো শুনেছি যে যারা “শ্রি রাম। বোরকা খোলো।” বলে চিল্লাছিলো তারা নাকি বহিরাগত ছিলো। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ ছিলো না। “বোরকা খোল” বলে যারা চিল্লাছিলো তারা Feminist কে অপমান করেছে।
আর অনেক সময় দেখি পোস্ট দেয় “দেশে কোরআন এর আইন চালু হউক।” কোরআনের আইন তখনই অটোমেটিক চালু হবে যে দিন ফজর নামাজের সময় জুম্মার নামাযের সমান মসজিদে মুসল্লি হবে।
যাই হউক। নামায বেহেস্তের চাবি। যে মহিলা আল্লাহ আকবার বলেছেন তিনি নিশ্চয়ই পাচ ওয়াক্ত নামায নিয়মিত পড়েন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



