
প্রেমিক প্রেমিকার কাছে আসার গল্প নিয়ে নাটক বানাচ্ছে ক্লোজ আপ টুট পেস্ট। এদের কাছে আসার গল্প দিয়ে কি করমু?? কাছে আসার গল্প তো বিভিন্ন ধর্মপ্রচারক এর জীবনি থেকে পাওয়া যায়। হযরত মোহাম্মদ (সাঃ) আর খাদিজিা (রাঃ) এর বৈবাহিক জীবন পড়েন। তারপর হযরাত ইউসূফ আর জুলেখা এর প্রেমের ঘটনা দেখতে পারেন। আরো দেখতে পারেন আইয়ুব নবীর দাম্পত্য জীবন। তাদের দাম্পত্য জীবন কে অনুসরণ করলে আমাদের দাম্পত্য জীবনেও সুখ আসবে, ইনশাল্লা।
ইদানিং আধুনিক সমাজে তালাক এর পরিমান বাড়ছে। তালাকের পরিমান কেন বাড়ছে? মসজিদের ইমাম, বা হিন্দুদের পুরোহিতদের মধ্যে তালাকের খবর কি কোন দিন শুনেছেন? তালাক হচ্ছে যারা ধর্মের রীতিনীতি না মেনে জীবন পরিচালনা করে।
আমাদের দাদা-দাদী নানা নানীর আমলে এত কাবিন নামা, মেরিজ সার্টিফিকেট, এত লাখ টাকা কাবিন এগুলা ছিলো না। তাদের সময়ে তালাকের পরিমান ছিলো হাতে গুনার মত। কারন তাদের দাম্পত্য জীবনে ছিলো বিশ্বস। ভালোবাসা।
ঠিক তেমনি একজন মসজিদের হুজুর বা মন্দিরের পুরহিত তার স্ত্রি কে ভালোবাসে, তাদের মধ্যে আছে বিশ্বাস। বর্মমানে এই বিশ্বস টা নাই।
আমার স্বামী মনে হয় পরকীয়া করে, বা আমার স্ত্রি মনে আগে থেকেই তার বয় ফ্রেন্ড এর সাথে যৌন মিলন করে আছে। এই আতঙ্কে বর্তমান আধুনিক সমাজের লোকজন করে থাকে।
আসুন আমরা যার যার ধর্মপ্রচারকদের দাম্পত্য জীবন অনুসরন করি। দাম্পত্যজীবনে সুখি হই।
পৃথিবীর সকল স্বামী স্ত্রী এর দাম্পত্য জীবন সুখের কাটুক। (আমিন।

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



