
কমলাপুর রেল স্টেশন। এখানে অনেক ট্রেন থামে ও ট্রেন চলে। আমি টাঙ্গাইল রেল স্টেশনে দেখলাম, এক গর্ববর্তী মহিলা ভীর সামলে ট্রেনে উঠতে পারেনি বলে ট্রেনে ওঠতে পারে নি। এটা কি রেলের সমস্যা নাকি গর্ববর্তী মহিলার ব্যার্থতা এটা আপনারা ভালো বুঝতে পারছেন। তবে ট্রেন যদি প্রত্যেটি স্টেশনে অন্তত তিন মিনিট থামতো তাহলে হয়তো সেই গর্ববতী মহিলাটি ট্রেনে ওঠতে পারতো।

এখানে যে তালগাছ টি দেখছেন এটাতে আমার একটি স্মৃতি জরিয়ে আছে। আমি তখন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়তাম। হয়তো ৪র্থ শ্রেনীতে পড়তাম। তখন আমার উত্তর মুগদা থাকতাম। তখন কমলাপুর রেল স্টেশন হয়ে মুগদা যেতাম। তখন মাঝে মাঝে এই তাল গাছ টি দেখতাম।
ট্রেনের টিকেট অনলাইন থেকে বিক্রি শুরু হয় সকাল আটটা থেকে। আমি একদিন ৮ টা বাজে ট্রেনের টিকেট কাটার জন্য বসলাম। যাবতীয় অফসন টিপ দিতে দিতে আমার তিন মিনিট সময় লেগেছে। তখন দেখলাম সব টিকেট শেষ। মানে তিন মিনিটে অনলাইনে সকল টিকেট শেষ। এত তাড়াতাড়ি টিকেট কিভাবে শেষ হলো আমি বুঝলাম না।


সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১