
আগে ব্যাংক ডাকাতি করতে বন্দুক ভাড়া করে ডাকাতরা অপারেশনে নামতো। ব্যাংক নিয়ন্ত্রন নিয়ে টাকা পয়সা নিয়ে পালাতো। আর এখন আপনি যে কোন স্থান থেকে ব্যাংক ডাকাতি করতে পারবেন। বন্দুকের পরিবর্তে স্মার্ট ডাকাতরা ব্যাবহার করে ল্যাপটপ আর ইন্টারনেট। ব্যাস। ব্যাংকিং সিস্টেমে ঢুকে ব্যাংক লুট করে।
আগে প্রেমিকগণ প্রেমিকার বাড়ির সামনে দাড়িয়ে থাকতো। আর এখন খাটে বসেই প্রেমিকার সাথে সংযোগ স্থাপ করা যায় মোবাইলের মাধ্যমে। আর এখন এই মোবাইলের মাধ্যমে পরকীয়াও সম্ভব। এখন প্রেমিক প্রেমিকারা বিবাহিত আর অবিবাহিত যাচাই করে না। পাইকারি রেটে প্রেম করে।
এখন কাউকে শায়েস্তা করা খুব মোজা। আইডি হ্যাক করো। ব্যাস। আবল তাবল লেখো।
যাই হউক। ইন্টারনেট পরিসেবা আজও নিরাপদ কি না জাতি জানতে চায়।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




