
আমার কাছে মহাকাশ খুব রোমাঞ্চকর মনে হয়। মাঝে মাঝে মনে হয় এটা কোন আরব উপন্যাসের থেকে কম রোমাঞ্চকর না।

রাতের আকাশে যখন চাঁদের দিকে তাকাই তখন মনটা খুব প্রবিত্র হয় যায়। চাঁদের আলো গায়ে মাখতে খুব ভালো লাগে। আরো ভালো লাগে শীতকালে চাঁদের আলো উপভোগ করিতে।

যাই হউক। বিজ্ঞানীরা চেষ্টা করছে অন্য গ্রহে বসতি স্থাপন করিতে। সমস্যা একটাই। মানুষ পৃথিবীর ইকো সিস্টেমে খাপ খেয়েছে। মানে মানুষের ডিএনএ পৃথিবীর আবহাওয়া সহ্য করতে পারবে। অন্য গ্রহের ইকো সিস্টেমে মানুষ খাপ খেতে পারবে না। যদি জোর করে খাপ খাওয়াতে হয় তাহলে মানুষ অন্য গ্রহে টিকতে পারবে না।


আমার যখন মন খারাপ থাকে তখন আমি জানালার পাশে শুয়ে শুয়ে মহাকাশ সম্পর্কে চিন্তা করি। নিজেকে মহাকাশে বিলিয়ে দেই। কতই না গ্রহ নক্ষত্রে ভরপর এই মহাকাশ। অন্য কোন প্রান্তে কোন গ্রহের ইকো সিস্টেমে বিকশিত হচ্ছে জীবন। গড়ছে সভ্যতা। আর ধ্বংস হচ্ছে হাজারো গ্রহ। ধ্বংস হচ্ছে সভ্যতা।

আমরা মানুষ যদি করোনার মহামারিতে মারা যেতাম তাহলে, মহাকাশে দূরের অবস্থান করা উন্নত জীব হয়তো জানতই না মানুষ নামের কোন প্রানী পৃথীবিতে অবস্থান করছে।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




