
মিশর। একটি দেশ। রহস্যে ঘেরা একটি দেশ। এই দেশের পিরামিড আরো রহস্যময়। কেউ বলছে এইটি কারো সমাধিস্থল আর কেউ বলছে এটা কোন মন্দির বা উপাসনালয়। যাই হউক। একদিন আমার মাথায় একটি জিনিস এলো। এসেট হচ্ছে মিশরের হাইলোগ্রফি। যেটা পিরামিডের দেয়ালের গায়ে অঙ্কিত করা আছে।

এই হাইলোগ্রফির জন্য মিশরের অতীত সম্পর্কে জানতে পারছি। আমাদের দেশের ছেলে মেয়েরা পরীক্ষার আগে কি করে! নকল করার জন্য বেঞ্চ বা স্কুল কলেজের দেয়ালে বই এর কিছু প্রশ্নের উত্তর লিখে থাকে। পরে কমন পড়লে নকল করে পাশ করে। আমার মাজে মাজে মনে হয় কোন খারাপ ছাত্র পাশ করার জন্য সে সময় এমন দেয়ালে চিত্র অঙ্কন করে গেছে। যাই হউক। সেই খারাপ ছাত্রের জন্য আমরা প্রাচীন মিশর সম্পর্কে জানতে পারছি।

আমাদের দেশের যেসব ছেলেরা এভাবে নকল করার উদ্দেশে এভাবে গণিতের সূত্র, সাইন্সের সূত্র বেঞ্চ বা দেয়ালে লিখে যাচ্ছে, আগামী ৫০০০ বছর পর এইসব স্কুলের দেয়াল লিখন দেখে তখনকার বিজ্ঞানীরা আশ্চার্য হবে। তারা বলবে “কি আশ্চার্য, আগের দিনের মানুষ এই গণিত পারতো? সাইন্সের এই সূত্রটা পারতো! ইত্যাদি ইত্যাদি।
যাই হউক। এটা শুধু একজা মজা ছিলো। আর কিছু না।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




