
আজ আমি বেড়াতে এসেছি সিরাজগঞ্জ এর সদর উপজেলার জেলখানা ঘাট নামক এক স্থানে। এই ঘাট যমুনা নদীর সাথেই। সামনে চর দেখক যায়। আমি বসে বসে কল্পনা করছি। আমি যদি বিল গেটস এর নাতি হলে কি করতাম!!"
সর্বপ্রথম ঐ চর গুলো ক্রয় করে ফেলতাম। পরে মূল ভূখণ্ড এর সাথে ব্রীজ বানাতাম। একটা চর ব্রীজ পুলিশ ও আনসার ট্রেনিং সেন্টার এর জন্য দিয়ে দিতাম। আমার চরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি হাই স্কুল, একটা পোস্ট অফিস ও সোনালী ব্যাংক এর জন্য জায়গা লিখে দিতাম। বাদ বাকি প্লট আকারে, বিল্ডিং করে বিক্রি করতাম।
তবে একটা গরু, খাসি, মুরগীর ফার্ম থাকতো। আর একটি আম বাগান থাকতো।
এত কিছু ভেবে কি লাভ? আমি তো আর বিল গেটস এর নাতি না। এসব আষাঢ়ে গল্প ভাবতে ভালো লাগে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




