
একটি মা। পিতা হারা সন্তান কে মানুষ করতে অনেক কষ্ট। কামলা খেটে, মাটি কেটে, বিল্ডিং তৈরির কাজ করে, মাইন্সের বাসায় কাজ করে দিনে দুই একশ টাকা কামায়। সেই টাকা দিয়ে সন্তান কে লেখা পড়া করায়। ছেলে টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মাষ্টার্স পাশ করে। বড় চাকরি করে। বড় লোক মেয়েকে বিয়ে করে।
বউ এসে তো এই ক্ষেত মার্কা শ্বাশুড়ি কে পছন্দ করে না। শ্বাশুড়ি এভাবে চলে কেন? এভাবে গ্রাম্য ভাষায় কথা বলে কেন, ইত্যাদি ইত্যাদি। বউ শ্বাশুড়ির সাথে বাজে ব্যাবহার করে। কোন খেয়াল রাখে না। ঠিক মত খেতে দেয়। ছেলেও এসবের কোন প্রতিবাদ করে না।
শেষ পর্যন্ত মা কে বৃদ্ধশ্রমে রেখে আসে। তাহলে এই বৃদ্ধ মহিলার এই ছেলেকে মাষ্টার্স পাশ করিয়ে কি লাভ হলো?
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





