
মানুষ তাই বিশ্বাস করে, যা মিডিয়া সম্প্রচার করে। ইজরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর, ফিলিস্তিনীদের উপর কি পরিমান যে অত্যাচার করেছে, তা বলার বাহিরে। এখানে ফিলিস্তীনিদেরও দোষ আছে। তারা জ্ঞান চর্চা করে নাই। তারা প্রতিরক্ষা বাহিনী কে শক্তিশালী বরে নাই। তারা গোয়েন্দা সংস্থাকে শক্ত করে নাই। ব্যাবসায় অবদান রাখে নাই। যার কারনে তারা এক প্রকার দুর্বল হয়ে গেছে। তাই ইজরাইলী সৈ্ন্য বাহিনী ফিলিস্তীনি তে ঢুকে ধ্বংস সাধন করে, ধর্ষণ করে। এগুলো মিডিয়া কোনদিন প্রচার করে নাই।
ইজরাইলের এই অত্যাচার প্রতিহত করার জন্য মুক্তিকামী ফিলিস্তীনির এক অংশ সংগঠিত হয়। মিডিয়া তাদের জঙ্গী সংগঠন বলিয়া আখ্যা দিয়েছে। কত বড় একচোখা হলে তারা ভিকটিমদের সন্ত্রাসী সংগঠন বলে।
কই? তারা তো রাশিয়ার মাফিয়াদের নিয়ে কিছু বলে না। আফ্রিকার ভিবিন্ন দেশে সামরিক সরকার আর বিদ্রোহী নিয়ে কিছু বলে না। আর যে কোন ঘটনা কে তারা উল্টা ভাবে উপস্থাপন করে।
আর বাংলাদেশের অনেক লোকাল সাংবাদিক আছে। তারা বিভিন্ন লোকদের হুমকি দেয় আর বলে “চাঁদা না দিলে, ইজ্জত নষ্ট করে খবর প্রকাশিত করবো।” ইজ্জত এর ভয়ে তাদের চাহিদা মাফিক টাকা দেয়। আবার অনেক ক্ষেত্রে তারা টাকা খেয়ে অনেক ক্রাইম নিউজ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




