
এই বিশ্বাকাপে কোন এক ম্যাচে বাংলদেশ ভারতের কাছ থেকে হেরে যায়। তখন ভারতীয় দর্শক আমাদের উপর চরাও হয়। খুব বাজে ভাবে অপমান করে। এক ভারতীয় নাগরিক তো আমাদের কাছ থেকে বাঘের পুতুল ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে।
ভারতের এই কর্মকান্ড আমাদের আত্নসম্মানবোধে আঘান হানে। এই আচরন অপমান জনক। সেই স্বাধীনতার পর থেকে আমাদের কে তারা লাগাতার অপমান করে আসছে। আর এই অপমানিএর বিরোধিতা করলেই দোষ!!!
আর আমাদের অধিনেতা জনাব চঞ্চল ভাই এর কি কোন আত্ন সম্মান বোধ নেই? তিনি এই ব্যাপারে প্রতিবাদ করেন নাই কেন? তার উচিৎ ছিলো সেই দিনের অপমানের জবাব দেওয়া।
আর তারা কি কি বলেছে? আমাদের ফোড়া হলেই তাদের কাছে যাই। তাদের এখনে বেড়াতে যাই। ইত্যাদি ইত্যাদি। চিকিৎসার জন্য যাওয়াটা যদি দোষের হয়, তাহলে গেলাম না আপনাদের এখানে। আমরা আপনাদের কাছে করুনা বা ভিক্ষা করতে যাই না। আমরা টাকা দিয়েই চিকিৎসা করতে যাই। এই জিনিসটাকে আপনারা করুনা ভাবিয়া ভুল করেছেন।
বেশ কিছুদিন আছে আপনাদের বিএসএফ আমাদের নিরীহ মেয়েকে হত্যা করে কাটা তারের বেড়াতে ঝুলিয়ে রেখেছে। বিচার চেয়েও কোন লাভ হয় নি। এমন কত শত নিরীহ মানুষকে বিএসএফ হত্যা করে সেটার কোন হিসাব নেই। যদি কালো বাজারি, চোরা চালানকারী বিএসএফ এর হাতে মাইর খেলে আমাদের কোন দুঃখ থাকতো না। বিএসএফ যাদের মেরেছেন, তারা সবাই ছিলো নির্অপরাধ। উপরে তো সৃষ্টিকর্তা আছেন। তার কোর্টে বিএসএফদের দাড়াতে হবে। তখন সৃষ্টিকর্তাকে কি জবাব দিবেন?
আমাদের কাছে ক্ষমা চান। আপনারা অপমান করেছেন আমাদের। তাই আপনারা আমাদের কাছে ক্ষমা চাইবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



