
আজ ১৬ ই ডিসেম্বর। আজ বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়। ইন্টারে পড়ুয়া এক ছাত্র ছাত্রীকে জ্ঞিগাসা করেন আজ কোন দিবস? অনেকে বলবে স্বাধীনতা দিবস। অনেকে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস এর মধ্যে বেজাল লাগিয়ে দেয়। উত্তর দেবার সময় তারা কনফিউশন এ ভুগে। তারা জানে না অপারেশন সার্চ লাইট কি? অপারেশন জ্যাকপট কি? বীরশ্রেষ্ঠ কয় জন? এগুলোর উত্তর অনেক ছাত্র ছাত্রী জানেন না।
অনেক দিনমুজুর, রিক্সা চালক, কৃষক আছে যারা এসবের কিছুই জানে না। ১৫ই আগষ্ট কি? ২৬ শে মার্চ কি? ১৬ই ডিসেম্বর কি? এসব কিছুই জানে না। তারা শুধু জানে, আজ টাকা না কামালে তার স্ত্রী ও সন্তান না খেয়ে থাকবে।
এক দুর্নীতিবাজের গল্প: দেশে এক কৃষকের মেধাবী ছেলে ছিলো। সে এসএসসি ও ইন্টারে গোল্ডেন এ প্লাস। বিসিএস এ টিকে। এবং সে ভূমি অফিসের বড় কর্মকর্তা। সে চিন্তা করলো। আমার আব্বা তো চাষা.... তেমন ধন সম্পদ নাই। আমি আমার সন্তানের জন্য পাড়ার করতে হবে। তাছাড়া বিয়ে করতে গেলে শ্বশুড় বাড়ির লোকজন কম সম্পদ দেখলে অপমান করবে। তাই ঘুস খাবো। নামজারি এর সরকারি ফিস সব মিলিয়ে ১১৫০ টাকা সম্ভবত। সে ফাইল আটকিয়ে দিয়ে ১৫ হাজার টাকার বিনিময়ে একটি লোকের নামজারি করিয়েন। এখানে এই চাষার বাচ্চার মধ্যে স্বাধীনতার চেতনা কই গেলো? রাজাকার/স্বাধীনতা বিরোধী শক্তি আর এই চাষার বাচ্চার মধ্যে পার্থক্য কই? শুধু যে এই ভূমি অফিস দূষিত না নয়। পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস, সমাজ সেবা অফিস সব দুর্নীতি তে দূষিত। দালাল ছাড়া পাসপোর্ট করা যায় না। টাকা দিয়ে, কোন ডকুমেন্ট এর তোয়াক্কা না করে, বাপের নাম ঠিক করে। এসব করিয়ে একজনের জমি আরেকজন বিক্রি করে। লিংক শেয়ার করলাম। যমুনা টিভির ডকুমেন্টারি। দেখলে বুঝবেন। উপজেলা সমাজ সেবা অফিসের কথা কি আর বলবো!! টাকা ছাড়া তো ঐ খানে কোন কথাই নাই।
যখন দেখি দুর্নীতিবাজ লোকেরা দেশের সম্পদ নষ্ট করে, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বুলি আওয়ায়; তখন মুক্তিযোদ্ধার নাতি হিসেবে খুব কষ্ট লাগে। এরা তো রাজাকার থেকেও খারাপ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



