

বর্তমানে Broadband Internet এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনও দিন আসবে যে, মানুষ ডিস এন্টানা না লাগিয়ে Broadband Internet এর লাইন নিবে। আজ ০১ জানুয়ারি ২০২৪। এই সময়ে গ্রামের মানুষ কিভাবে Broadband Internet চালায়? সেটাই জানবো।
শহরের হিসাব আলাদা। শহরের বাড়ির মালিকদের লেপটপ/ডেস্কটপ, চারটি এন্ডোয়েট মোবাইল আছে। আবার মনে করেন, ঢাকায় প্রতিটা এপারমেন্ট এ সিসিটিভি ক্যামেরা আছে। সিম কম্পানীর ডাটা কিনে এ্ত পরিমান ডিবাইস চালানো ব্যায় সাপেক্ষ। সেই ক্ষেত্রে Broadband Internet তাদের কে ইন্টারনেট এর শাশ্রয়ী। কারন Broadband Internet এ গতিও ভালো। ৫০০ বা ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট। আর সিম কম্পনির ডাটা, খাটে সম্পন্ন গতি পায় না। আবার এমবি শেষ হবার ভয় থাকে।
Broadband Internet এ এমবি শেষ হবার ভয় থাকে না। আনলিমিটেড চালাও।
গ্রাম দেশেও Broadband Internet এর লাইন চলে গিয়েছে। গ্রাম অঞ্চলে একটি পরিবারে একটি এন্ডোয়েট ফোন। খুব কম পরিবার সিসিটিবি ক্যামেরা লাগিয়েছে। তাই গ্রামে Broadband Internet এর লাইন গেলেও, এর চাহিদা এখন কম।
তবে ২০০০ সালের পরের যাদের জন্ম তাদের মনে Broadband Internet এর চাহিদা সৃষ্টি হয়েছে। মনে করুন আমাদের গ্রামে একটি পরিবারে একজন বাপ আছে। বাপের Broadband Internet এর চাহিদা নাই। কিস্তু তার ছেলের Broadband Internet এর চাহিদা আছে। বাপের ভয়ে ঘরে Broadband Internet এর লাইন আনতে পারছে না। সে যখন কামাই করবে, অবশ্যই Broadband Internet এর লাইন লাগাবে। আমার সাতকাহনিয়া গ্রামে নানীর বাসায় ভাড়াটিয়ারা Broadband Internet এর লাইন চালায়। পাশেই বন্ধুর বাসা। সে বন্ধু ও প্রতিবেশী। আমারা সহপাঠী ছিলাম। সে স্থানীয় পলিট্যাকনিকেল স্কুলে শিক্ষকতা করে। সে তার রিচার্চ এর জন্য লেপটপ ব্যাবহার করে। তাই তার প্রচুর ডাটা লাগে। তাই সেও Broadband Internet নিয়েছে। সব মিলিয়ে আমাদের সাতকাহনিয়া গ্রামে তিনটি Broadband Internet লাইন।
বাপ বাসায় Broadband Internet আনে না। তাই অনেকে আমার বাসায় ওয়াই ফাই এর পাসওয়ার্ড চায়। অধিকাংশ গ্রামে এভাবে চলেছে। একটি বাড়ি Broadband Internet লাইন আছে। তার আশে পাশে সবাই তাদের ওয়াই-ফাই এর পাসওর্য়াড দিয়ে ইন্টারনেট চালায়। ২০০০ জালের জন্ম এমন পোলাপান ইনকাম শুরু করলে, তারাও Broadband Internet লাইন নিবে।
আজকে গুছিয়ে লিখতে পারি নাই। যতটুকু পেরেছি, গুছিয়ে লেখার চেষ্টা করেছি।

গ্রামীন ফোন কে ই-মেইল করেছি। যাতে গ্রামীনফোন দিয়ে somewhereinblog চালানো যায়। ভালো থাকবেন। আর গ্রামীনফোন কে সবাই ই-মেইল করুন।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



