
ছবির উৎস: ফেসবুক। লিংক এ টিপ দিলে খবর পেয়ে যাবেন।
“আমরা যতই পরিশ্রম করি না কেন, দিনশেষে গ্রাহকদের গালি শুনতেই হয়,তার সাথে আছে মালিকদের আনলিমিটেড প্যারা,টেকনিশিয়ান জীবন এত সহজ না যতটা আপনারা মনে করেন,যতই রোদ বৃষ্টি ঝড় আসুক না কেন,আমাদের কাজ চালিয়ে যেতেই হয়।” এমনটি বলেছেন একজন ইন্টারনেট সার্ভিস প্রভাইটর এর কোন এক স্টাফ। তারাও এক প্রকার শ্রমিক। তাই নয় কি? তারা আছে বলেই আমারা খাটের নিয়ে এসি/ফ্যান চালিয়ে আমরা ইউটুবে গান শুনি।
মনে করেন। কাল বৈশাখী ঝড় আসলো। সেই ঝড়ে আপনার বাসার বিদুৎ এর লাইন বিচ্ছিন্ন হয়েছে। এখন বিদুৎ অফিসের লাইন ম্যানগণ যদি আপনার বাসার কারেন্ট এর লাইন ঠিক না করে তাহলে আপনি আরামে এসি/ফ্যান চালাতে পারবেন না। তাই সকল শ্রমিকদের সম্মান করুন।
আমি একমাস নির্মান শ্রমিকদের সাথে কাজ করেছি। তারা যে কি পরিমান কষ্ট করে তা বলে বুঝানো যাবে না। তাই শ্রমিকদের সম্মান করুন।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২৪ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




