
আমি আগে প্রচুর ভূতের গল্প শুনতাম। যেমন রেডিও ফূর্তি এর ভূত এফ এম আর এবিসি রেডিও এর ডর। আমার তখন ঘুমাতে অসুবিধা হয় নি। তখন আমি ভালো ভালো সপ্ন দেখতাম। ইদানিং আমি অদ্ভদ সপ্ন দেখছি। এর মধ্যে আমি দুইটি সপ্ন দেখেছি যে একটি ভয়ংকর নারী রূপ আমার সাথে সখ্যতা স্থাপন করতে চায়। আমাকে কি যেন বলতে চায়। আমারে ধরতে চায়। একবার বোবায় ধরছিলো। আরেকবার বোবায় ধরেছিলো।
বেশ কিছুদিন আগে আমার এমন অনুভূতি হয়েছিলো যে, আমাকে কেউ স্পর্ষ করেছিলো। অতছ আমি বেশ কিছু দিন ধরে আমি একা থাকি। আবার তিন মাস আগে আমার এমন মনে হচ্ছিল যেন আমার দুই রানের মাঝ খানে বিশেষ অঙ্গে স্পর্ষ করছে। সুরসুরি লাগার করনে আমার ঘুম ভেঙ্গে যায়। স্পর্ষ করার এই ঘটনা টি আমার ঘুমের ভিতর হয়। আর এই স্পর্ষ করার অনুভূতি করার জন্য আমার ঘুম ভাঙ্গে।
আমি ভূত প্রেত এর বিশ্বস করি না। আর জ্বীনদের ঐ রকম ভাবে বিশ্বাস করি না, যা সমাজে প্রচলিত বিশ্বাস। জ্বীনেরা মানুষ, গরু, ছাগলের মতই এক প্রকার প্রাণী। আমি যদি কুসংস্কারে বিশ্বাস করতাম, তাহলে এই ঘটনা গুলো একটি যুক্তি থাকতো। এই লেখাগুলো কে মসলা দিয়ে লিখতাম।
যাই হউক। ভালো থাকবেন।



সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



