
নতুন বছরের সূচনা মানেই নতুন আশা, নতুন সম্ভাবনা। প্রতি বছর ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি ৪৭ জনকে চিঠি লিখি। এই তালিকায় থাকে স্কুলের শিক্ষক, কলেজ জীবনের শ্রদ্ধেয় শিক্ষকেরা, আমার বন্ধু-বান্ধব ও প্রিয় ফ্রেন্ড সার্কেল।
তবে শুধু এখানেই শেষ নয়। পরিচিত জনদের মধ্যেও শুভেচ্ছার বার্তা পৌঁছে দিতে ভুল করি না। আমার এলাকার ভবেরচরের পোস্ট মাস্টার এবং পরিচিত দোকানদাররা রয়েছেন এই তালিকায়। তাঁদের কাছে শুভেচ্ছার চিঠি পাঠানোর মধ্যেও একটি আলাদা আনন্দ খুঁজে পাই।
এছাড়া চিঠি দেওয়ার তালিকায় একজন ব্লগারও রয়েছেন। তাঁর সাথে আমার পরিচয় ব্লগের মাধ্যমেই। তাঁর অনুপ্রেরণাদায়ী লেখাগুলো আমাকে সবসময়ই মুগ্ধ করে।
সব চিঠিগুলোই আমি ডাকযোগে পাঠিয়েছি। এই প্রক্রিয়াটি যেমন কষ্টসাধ্য, তেমনি হৃদয়গ্রাহী। চিঠি পাঠানোর পর মনে হয়, সময়ের ব্যবধান আর প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও কিছু অনুভূতি চিরকালই সযত্নে ধরে রাখা সম্ভব।
নতুন বছর আসুক সকলের জন্য সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা নিয়ে। এই চিঠি লেখার ছোট্ট অভ্যাসটুকু যেন প্রতিটি প্রিয় মুখে এক টুকরো হাসি ফোটায়—এই আশাই করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

