
যখন নাইনে পড়ি তখন সবই ভালো লাগতো। ভালো লাগতো ক্লাসের সুন্দরী মেয়েদের দিকে তাকিয়ে থাকতে। তার সাথে কথা বলতে ভালো লাগতো। তখন শ্যামলা ও কালো মেয়েদেরও ভালো লাগতো। ভালো লাগা মেয়েদের সঙ্গ আমার কাছে ভালো লাগতো। তার সাথে মিশতে ভালো লাগতো। কিন্তু সমস্যা হচ্ছে “কোন কারনে তার সাথে কথা বলবো, কোন টপিক নিয়ে কিভাবে কথা বলল” টপিক জমে যাবে সেটা তখন জানতাম না। আর ভালো লাগত, রাতে পড়া শেষে প্রিয় মানুষের কথা ভাবতে।
আর ভালো লাগতো পড়া ফাকি মারতে। আর ভালো লাগতো শেষ ক্লাসটি। ঐ সময় খুব রিলাক্স অনুভব হতো। শেষের ক্লাসটার বলছি। আর ভালো লাগতো বন্ধুদের সাথে কথা বলতে, বিকালে সিঙ্গারা, পুরি, আলুর চপ ও বেগুনী খেতে। আর ভালো লাগতো বন্ধুদের সাথে কোন টপিকের চুল ছেড়া বিশ্রেষণ।
আর ভালো লাগতো, কোন আরজে এর অনুষ্ঠান।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




