
আমি অনেক সময় এমন এমন জিনিস কিনি, যা থেকে ৮ টাকা, ৭ টাকা, ৪ টাকা, ২ টাকা বা ১ টাকা বাচে। এভাবে অনেক কয়েন জমে যায়। আমি আবার এগুলো ব্যাংকে জমা দেই। অনেক সময় ক্যাশিয়ার বিরক্ত হয়। আবার অনেক সময় সাদরে গ্রহন করে।
আর আমি যখন ব্যাংকে টাকা জমা দেই তখন কোন সময় রাউন ফিগারে টাকা জমা দেই না। মনে করেন ১০০০ টাকা জমা দিতে গেলে, ১০০০ টাকার নোটের সাথে ১০০ টাকার ২ টা নোট, ৫০ টাকার ২ টা নোট, ২০ টাকার ১০ টা নোট, ১০ টাকার ৫ টা নোট, অনেক গুলো কয়েন এক সাথে ব্যাংকে জমা দেই।
এভাবে জমা দেওয়ার কারনে একবার সোনালী ব্যাংকের ক্যাশিয়ারের কাছ থেকে ধমক খাই। উনি মুরব্বি মানুষ। তাই ধমক গায়ে লাগাই নাই।
এভাবে বে-মিলে টাকা জমা দিতে ভালই লাগে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


