
বিয়া করা ভালো। বিয়া করলে জৈবিক চাহিদা নিরাপদে পূরন হয়। বিয়ার আগে প্রেম পিরিতি না করা ভালো। বিয়ার পরে নিজ সঙ্গীর সাথে প্রেম করা ভালো।
০১. বর্তমানে তালাকের পরিমান বেড়ে গেছে। তার কারন হচ্ছে অন্য কারো প্রতি অতিরিক্ত আর্কষন। যেমন আমি পুরুষ। আমার যদি পর নারীর প্রতি অতরিক্ত আকর্ষণ থাকে তাহলেই সমস্যা লাগে। এতে করে আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে। আর যার বউ কে ফুসলানো হয়েসে সেই বেডার সংসার ও ভেঙ্গে গেলো। এতে করে দুইটি পরিবারে তালাক হয়ে গেলো।
নিজের বউ সব সময় Right. নিজের বউ সব সময় Hot and **** ভাববেন। পরের বউ কে Hot and **** ভাবে বাজে চরিত্রের লক্ষন।
০২. রাজীব নামের এক ছেলে ছিলো। সে বিয়া করেছে। এক বছরের সন্তান ছিলো। রাজিবের বউ রাজিব কে ছেড়ে সাবেক প্রেমিকের সাথে চলে গেছে। এখন আমার একটা কথা ছিলে। প্রেমিক কে বিয়ে করার প্রয়োজন হলে রাজিব কে বিয়া করার কি দরকার ছিলো। এতে করে রাজীবের সম্মান হানি হয়েছে। যে প্রেমিকের সাথে চলে গেছে তার ও বুঝা উচিত। তার এখন সংসার আছে বাচ্চা আছে। এখন রাজীবের বাচ্চার কি হবে??
সবাই সাবধানে বিয়া করবেন। পরকীয়া করবেন না। অবৈধ মেলামেশা করবেন না। এতে সামাজিক বিশৃঙ্খল দেখা দিবে।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



