
আমরা ছোট বেলায় পড়েছি “ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা.....”। এখন তাল গাছ গ্রামে সহজে চোখে পড়ে না। শহরের কথা না হয় বাদই দিলাম।
গ্রাম এখন শহরের মত হয়ে যাচ্ছে। গ্রামেও আজ পাকা রাস্তা। গ্রামে বেড়ে উঠছে পাকা বিল্ডিং ২০০৩ সালেও একটি গ্রামে মাটির ঘর আর টিনের ঘর দেখা যেতো বেশী। দালান ছিলো দু একটি।
আমাদের গ্রামে বিদুৎ চলে গেছে অনেক আগেই। ২০১৫ সালের ভিতরেই মনে হয় আমাদের উপজেলা ১০০% ঘর বিদুৎ এর আওতায় এসেছে। আমাদের এলাকেতে ডিসের লাইন চলে এসেছে ২০০৭ বা ২০০৮ এর দিকে। আর আমাদের এলাকাতে ব্রডবেন্ড ইন্টারনেট এসেছে ২০১৬ সালের নভেম্বর বা ডিসেম্বর এ।
আর কি লাগে?? আমাদের উপজেলা তে অনেক কিন্ডারগার্ডেন স্কুল ও আছে।
শহরের বেশী ভাগ সুযোগ সুবিধা গ্রামে পৌছে গেছে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




