
K Secret Eye একটি কলিকাতার সিনেমা। হলিউডের বাহিরে এমন সিনেমা আসবে আমরা কল্পনাও করি নাই।
এখানে নায়ক একজন প্রাইভেট ডিটেকটিভ থাকে। তার চেম্বারে একটি মেয়ে আসে। সেই মেয়ের পিতা হারিয়ে গেছেন, সেই পিতাকে খুজতে তিনি সেই গোয়েন্দার চেম্বারে যায়।
মেয়ের পিতাকে খুজে পাওয়ার পর যখন মেয়েকে খবর দিতে যাবে তখন মেয়ে এবং পিত্ উভয়ই গায়েব হবে যায়। এখান থেকে সিনেমার ঘটনা শুরু।
এই সিনেমার প্রতিটি পারদে পারদে রয়েছে টান টান উত্তেজনা। এমন উত্তেজনা আমি হলিউড সিনেমাতেও পাই নাই।
যারা যারা ব্রডবেন্ড ইন্টারনেট চালানা তারা FTP সার্ভার থেকে দেখে নিতে পারেন। আমি এই সিনেমা ইউটুবে পাই নাই।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




