
আমি নাহল তরকারি এর ব্লগ ফলোআপ করে বলতে চাই এই চারিত্রিক সনদ একটি বাড়াবাড়ি আনু্ষ্ঠানিকতা।
আমি অনার্স প্রথম বর্ষ থেকে চাকরির আবেদন করি। আমি একটি চাকরির আবেদনে কাগজ পত্র সত্যায়িত করার জন্য উপজেলা পরিষদে গেলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আমার সকল সার্টিফিকেট সত্যায়িত করেছেন। ছবি সত্যায়িত করলেন না। কারন সে বলেছে তুমার নাম যে উমুক সেটা আমি জানি না। তিনি আমার চারিত্রিক সনদেও সাক্ষর করলেন না। কারন সে বলেছে আমি তুমাকে চিনি না।
তার কথায় যুক্তি আছে। যেহেতু তিনি আমাকে চিনেন না সেহেতু তিনি আমার ছবিতে সত্যায়িত কেন করবেন? আর তিনি আমাকে চারিত্রক সনদ কিভাবে দিবে। তাহলে সরকার কেন প্রথম শ্রেনীর কাছে সত্যায়িত কারর ক্ষমতা দিলো? চারিত্রিক সনদ দেবার ক্ষমতা কেন প্রথম শ্রেনী কর্মকর্তার কাছে দিলো?
আমি যদি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর এর কাছ থেকে চারিত্রিক সনদ Show করি বা তাদের কাছ থেকে যদি ছবি সত্যায়িত করি তাহলে আমার আবেদন পত্র কেন গ্রহনযোগ্য হবে না?
এই ব্যাপারে আমি প্রধানমন্ত্রী এর হস্তক্ষেপ চাই।
আমি চাই চেয়ারম্যান বা ওর্য়াড কাউন্সিলর যদি ছবি সত্যায়িত করেন বা তারা যদি চারিত্রিক সনদ প্রদান করেন সেটা যেন সব জায়গায় গ্রহনযোগ্যাতা পায়। সব জায়গায় মানে সব জায়গায়। এমন কি সরকারি চাকরিতে ও।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



