





১৯৯৯ সাল। আমি তখন খুব আমি খুব ছোট। তখন আমাদের নানী বাড়ি বিদুৎ যায় নি। নানা তখন সোনালী ব্যাংকে চাকরি করিতেন। নানায় মূলত গ্রামের বাড়ি থেকেই ঢাকা গিয়ে এসে অফিস করিতেন। সে সময় মেঘনা ব্রীজ হওয়া তে ঢাকা আসতেেআর যেতে তেমন বেশী সময় লাগতো না।
যাই হউক। সে সময় আমার প্রিয় সিরিয়াল ছিলো আলিফ লেয়লা। এটা আমি দেখতাম। তখনো গ্রামে বিদুৎ যায় নি। নানা ব্যাটারি চালিত টিভি কিনে আনলেন।


সে সময় বাসায় টিভি থাকা ছিলো বাহাদুরির ব্যাপার। খুব কিছু সংখ্যক লোকের কাছে টিভি ছিলো। কিছু কিছু নাটক ছিলো তখন বেশ জনপ্রিয় ছিলো। সে নাটক দেখার টিভি আছে এমন বাড়িতে চলে যেতো। সম্পন্ন গ্রামের মিলন মেলা সেখানে হতো। তখন একটা উৎসব উৎসব ভাব থাকিতো।
যাই হউক। এখন মানুষের মনে সেই সুখ নাই।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



