
প্রাচীন কালে মানুষ গুহাতে থাকতো। মানুষের প্রথম গুরুত্বপূর্ন আবিষ্কার ছিলো আগুন জ্বালানো। আগুন জ্বালাতে না পারলে আমরা কই থাকতাম একবার চিন্তা করেন।
তারপর মানুষ গুহা থেকে বাহির হলো। ঘর বাড়ি বানানো শিখে গেলো।
তারপর মানুষ চাষাবাদ করা শিখলো। তারপর মানুষ গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি পশু পোষ মানুতে সক্ষম হলো।
তারটর মানুষ লোহার ব্যাবহার করতে শিখলো। আজ যদি লোহা ব্যাবহার না করতে পরতাম তাহলে আমরা হাড়ি পাতিল, বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি ব্যাবহার করতে পারলাম না নে।
চাকাও ছিলো মানুষের গুরুত্বপূর্ন আবিষ্কার। এই চাকা না থাকলে আমরা যোগযোগে তেমন উন্নতি করতে পারলাম না নে।
তারপর মানুষ কারেন্ট আবিষ্কার করলো। এই কারেন্ট হলো আধুনিক সভ্যাতার সূচক। তারপর মানুষ কি কি করলো আপনি তো জানেন ই। তাই বড় করলাম না।







সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



