
এক কাপ চা। চা খুব উপকারী। আমি লেবুর চা খেতে ভালোবাসি। দুধ চা ও ভালো লাগে, যদি ভালো করে বানাতে পারে।
এটা লেবুর চা। লেবুর চা তে একপ্রকার Light ভাব আসে। আমি এখন আব্বুর চাকরির সূত্রে গাইবান্ধতে আছি। সেখানে এই এলাকাতে একজন সুন্দর করে লেবুর চা বানাতে পারে। তবে আমাকে লেবু কিনে দিতে হয়। কারন তারা লেবু রাখে না। তারা লেবু কিনে যদি ৫ টাকায় বিক্রি করে তাহলে তাদের লোকসান হয়। আর এই এলাকাতে কেউ ১০ টাকার বিনিময়ে কেউ লেবুর চা খাবে না। তাই আমি আমার জন্য লেবু ক্রয় করে চা ওয়ালাকে দেই। উনি সুন্দর করে চা বানায়।
চা আবার অনেক প্রকার আছে। যেমন দুধ চা, লেবু চা, হরলিক্স চা, মাল্টা চা ইত্যাদি। আরেকটা চা আছে। একদিন আমি মৌলভীবাজারের শ্রিমঙ্গলে যাই। তখন আমি এসএসসি পরীক্ষার পর অবকাশে ছিলাম। সেখানে পাই এই সাত লেয়ারের চা।

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




