১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৫৬ এই সময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ওয়েব সাইডে এই শিরোনাম যুক্ত একটি খবর প্রকাশিত হয়। যেখানে এক প্রতারকের স্ত্রি ফেসবুকে হাজারো পুরুষের সাথে প্রেম করে। প্রেমের এক পর্যায়ে মহিলাটি সেক্স করার জন্য ছেলেকে ডাকে। পরে সেক্স করার জন্য তারা জামা কাপড় খুলে। ঠিক তখন মহিলার আসল স্বামী নকল পুলিশ সেজে ঐ প্রেমক কে ধরতেন। পরে ভয়ে প্রেমিকটি টাকা দিয়ে তাদের বিদায় করে। এমনই মনে হলো তাদের খবর পড়ে।


ধর্ম মানলে শান্তি আসবে। না মানলে আসবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



