
২০১৯ সাল জানুয়ারি ০৫ তারিখ (সম্ভবত)। তখন আমি নানীর বাড়িতে থাকতাম। এবং অনার্স পরীক্ষার্থী। উক্তদিনে আমার নানী বাড়িতে
ছিলেন না। আমি উক্তদিনে Wi-Fi বাসায় গ্রহন করি। যাই হওক। বাসায় তো Wi-Fi আছে আর ঘরে কেউ নাই সুতরাং নো টেনসান। ভাবলাম একটি সিনেমা দেখি। যেই ভাবনা সেই কাজ।
তখন ইউটুবে প্রথমে এই ফিল্মটা পাই। দেখা শুরু করলাম। এই সিনেমার মূল বৈশিষ্ট্য হচ্ছে ১৯৭১ সালে ভারতীয় বর্ডারে কি হচ্ছিল সেই নিয়ে গল্প। তবে একটা জিনিস খারাপ লাগলো এখান ভারতীয়রা পাক-ভারত যুদ্ধ বলে আখ্যায়িত করেছে।
১৯৭১ সালের এই যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশী সিনেমা হয়েছে ভারতে (আজ পযর্ন্ত)। ২০০৯ সাল থেকে আওয়ামীলীগ বাংলাদেশের সরকার হিসেবে আছে। আওয়ামীলীগ যেহেকু দেশ প্রেমিক সেহেতু তাদের উচিত ছিলো প্রত্যেক বছর একটি করে মুক্তিযুদ্ধ বিষায়ক একটি করে সিনেমা তৈরি করা।
আমি আওয়ামীলীগ কে অনুরোধ করিবো মুক্তিযুদ্ধ বিষায়ক সিনেমা তৈরি করে আমাদের মুক্তিযুদ্ধ বিষায়ক অজানা ইতিহাস তৈরি জানার সুযোগ দিন।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



