
আমাদের বাসায় এক খালায় কাজ করে। আজকে তার মন খারাপ কারণ তার নাতীর মোবাইল হারাইছে। মোবাইল হারাতেই পারে। কিন্তু ওর নাতী ১৫০০০ টাকার দামী মোবাইল চালাইতো। এখন আমার প্রশ্ন এই নাতি কেন ১৫০০০ টাকা দামের মোবাইল চালাবে? এই নাতির বয়স মাত্র ১৬, তার মধ্যে এত ইনকামও নাই এই মোবাইল ক্রয় করার মত।

এই ফকিন্নির পুতেরা যদি ইনকাম করতো তাহলে পরিবারের একটু হেল্প হতো। গরিবের কাছে খাবার ক্রয় করার টাকা আছে ঠিকই। ছেলের দামী মোবাইল আর হোন্ডার তেলের চাহিদা মেটাবোর জন্যই খাবারের টাকা থেকে টান পড়ে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



