
বেশ অনেক দিন আগে। প্রায় ২০১৭ সাল। তখন বয়স ২৩ বছর। তখন আমি খুলনা ভিবাগের একটি জেলা তে থাকতাম। তখন একজন মহিলা কে দেখে আমার খুব ভালো লাগতো। বলতে পারেন তাকে দেখলে এক প্রকার স্বর্গীয় সুখ অনুভব করতাম। তাকে কাছে পেতে মনে চাইতো। তার সাথে কথা বলতে মনে চাইতো।
আমি আমার বেইসের মেয়েদের খুব কম প্রেমে পড়েছিলাম। যাদের প্রেমে পড়েছিলাম তারা অনেকে আমার থেকে ১ বছর বা তার তার বেশী বয়সে বড়ো ছিলো। আমাদের সমাজে ১৬ বছরের মেয়ের সাথে ৬০ বছরের বেডাদের বিয়ে স্বাভাবিক ভাবে নেয়। কিন্তু একজন ২৩ বছরের ছেলেদের সাথে ৩০ বছরের মেয়ের বিয়ে এটা মেনে নেয় না।
যাই হউক আমারও মেয়ে ভালো বন্ধু ছিলো। আপনারা প্রেমিকা ভাবলে ভাবতে পারেন।
যাই হউক। আমার সাথে আমার বউ এর বিয়ে হয় অক্টোবর ২০২১ সালে। বিয়ের প্রথম দিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে সহ্য করতে পারে না। পরে দেখলাম সে অন্য পুরুষের সাথে যেভাবে ক্লোজ হচ্ছে আমার সাথে তেমন ক্লোজ হচ্ছে না।
যাই হউক। আমি তার জন্য অন্য মেয়ের দিকে তাকাতাম না। সকল ভালো লাগা মেয়েদের ভুলে গেলাম। কিন্তু সে আমার জন্য এতটুকুও ত্যাগ করতে পারলো না।
পরিশেষে সে আমাকে ত্যাগ করলো।
আমার ভালোবাসা আমার বউ বুঝলো না। সারাদিন মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করতো। আমি সঙ্গ চাইলেই সে বাজে ব্যাবহার করতো। আমি কথা বলতে গেলেই সে বলে ওঠতো “চুপ থাকেন।” শেষের দিকে তার সাথে আমার এত দূরত্ব সৃষ্টি হয় যে সারাদিনে ৫ মিনিটও তার সাথে তথা বলা হতো না।
আমি আমার বউ এর জন্য আমার সাধ্য মত ত্যাগ করেছি। আমার বউ আমারেই ত্যাগ করে দিলো! কি দোষ ছিলো আমার।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




