

এই বই ডট ৭ম শ্রেনীর। একটি হচ্ছে ৭ম শ্রেনীর ইংরেজী গাইড। আরেকটি ক্লাসের অতিরিক্ত সাবজেক্ট। এই বই গুলো নানী বাড়িতে যত্ন করে রেখে দিয়েছিলাম। গতকাল নানী এই বই গুলো আনে।
ইংরেজী বই এর আমার সবচেয়ে প্রিয় গল্প ছিলো “The Fox Without A Tail". এই গল্পটি বার্ষিক পরীক্ষায় মডেল হিসেবে এসেছিলো।

তিনটি কবিতা ছিলো, Travel, Sowing, The song of The farmer.
জানুয়ারি মাসে ইংরেজি বই ক্রয় করি। তখন নতুন বই পেলে থুব খুসি লাগতো। তখন Sowing এবং The song of The farmer কবিতাটি অশ্চার্য ভাবে পড়ি। তখন মনে করেন শীতের রাত, রাত ৯টা বা ১০টা। তখন আমি জয়পুরহাট ছিলাম। এই বই গুলা পেয়ে কি যে ভাল্লাগতাছে!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



