আমাদের এম ডি মুসা ভাই একটি ব্লগ লেখেন। এই টা সেই ব্লগ। এখানে টিপ দিলে সেই ব্লকটি আসবে।
আমি এই ভাই এর সাথে সম্পন্ন একমত। আগে বলে রাখি কাবিন কেন প্রয়োজন।
আগের দিনের মানুষের মধ্যে একটি বিশ্বাস ছিলো। স্বামী বিশ্বাস করতো যে তার স্ত্রী তাকে ধোকা দিবে না। আবার স্ত্রী তার স্বামী কে বিশ্বাস করতো যে তার তার স্বামী তাকে ধোকা দিবে না। মানে আমি বলতে চাচ্ছি যে স্বামী স্ত্রী একে অপর কে বিশ্বাস করতো।
এখন পরকীয়া এর যুগ। স্বামী যদি পরকীয়া করে তাহলে স্ত্রী ধরতে পারে না। আবার স্ত্রী যদি পরকীয়া করে তাহলে স্বামী ধরতে পারে না। তবে বর্তমানে বিবাহিত মেয়েরা পরকীয়া করে বেশী। আর ছেলেদেরও রুচি খারাপ। কারন তারা বেছে বেছে ইচ্ছে করে বিবাহিত মেয়েদের সাথে পরকীয়া করে।
আবার মনে করেন। আমি একটি মেয়েকে বিয়ে করলাম। সে আগে বিয়া করছে কিনা আমি কিভাবে বুঝবো?? এখন তো আর কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করা যায় না।
এই সিস্টেম থাকলে আমার বউ তার বয় ফ্রেন্ড এর সাথে হোটেলে গিয়ে পরকীয়া করতে পারবে না।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২২ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




