
এখানে দুইটি স্থান। একটি আলোকিত স্থান, আরেকটি অন্ধকার স্থান। মনে করেন আপনি অন্ধকার স্থানে বসে আছেন। আলোর গতিবেগ 186285 কিমি/সেকেন্ড যদি হয়, তাহলে আলোর আপনার কাছে আসতে কত ক্ষন সময় লাগবে। নিশ্চই ১ সেকেন্ড ও লাগবে না। তাহলে আলো আপনার কাছে আসতাছে না কেন? আমরা কিন্তু ঠিকই বুঝতেছি; সেখানে আলো আছে।
আমার ধারনা, হয় আলো স্থীর না হয় আলো একটি নিদিষ্ট গন্ডি পযর্ন্ত আলোকিত করতে পারে। এর বাহিরে সে নিজের অসস্তিত জানান দেয়।

ঠিক তেমনি। আকাশের ঐ তারাগুলো যে আলো এগুলো নিজেদের জানন দিচ্ছে। এবং একটি নিদিষ্ট অঞ্চল আলোকিত করছে। নিদিষ্ট এলাকার বাহিরে যেহেতু সে আলোকিত করতে পারছে না। সুতরাং এগুলো যে পুরাতন ছবি কি না সেটা নতুন করে ভাবতে হবে।

আমার পেন্ট (কাপড়), কী বোর্ড, লেপটপ, মোবাইল এদের রং ও কালো। এদের কাছে আলো গেলে সেই আলো আর বাহির হয়ে আসতে পারে না। সেই আলো কেন বহির হতে পারলো না সেটা আমি এখনো বুঝলাম না। আমি কিন্তু এসব বস্তুতে তেমন ম্যাগনেটিভ ফিল্ম অনুভব করছি না।
এটা শুধু আমার ব্যাক্তিগত অভিমত। এটা কোন গবেষনাগার থেকে প্রপ্ত তথ্য না। আমি শুধু কিছু প্রশ্ন করেছি মাত্র।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




